ইকির মিকির চাম চিকির
✍ ককলি ঘোষ
ইকির মিকির চাম চিকির
খুঁজি কেবল ফন্দি ফিকির
কেমন করে ভরবে শুধু
নিজের পকেট খানা
চামে কাটে মজুমদার
এই দুনিয়ায় কে বা কার
হিসেব করে বুঝে নেরে
বিবেক ভুলে যা না।
ধেয়ে আসে দামোদর
ওই ব্যাটাকেই চেপে ধর
এমন মাথা আর পাবি না
চিবিয়ে খাবার
দামোদরের হাঁড়ি কুড়ি
তেল জোটে না শনের নুড়ি
তাইতে আবার ফুল গুঁজেছে
রঙের কি বাহার।
চাল কুড়তে হল বেলা
দল বদলের মজার পালা
সে যে ভারী আজব খেলা
দেখবি যদি আয়
ভাতে পড়ল মাছি
আমরা তো সব আছি
চুষছি দুধের চাঁচি
হাত বুলিয়ে গায়।
কোদাল হল ভোঁতা
উপোষী অন্নদাতা
নেইকো পরিত্রাতা
গঙ্গা বয়ে যায়।
–~০০০XX০০০~–
মজার ছন্দে বলিষ্ঠ বার্তা পেলাম কবির সাহসী কলম চলুক নিরন্তর ।
ধন্যবাদ 😊