কল্যাণে যখন অকল্যাণ
✍ শিবপ্রসাদ হলদার
কল্পিত কল্যাণে –
কারচুপির চুপিচুপিতে যদি কায়েম হয়,
অনাকাঙ্খিত অকল্যাণের অশালীন অনুশাসন;
তখন তার অবসানে-
করেছ কতটুকু একান্ত অনুভবে অনুশোচনা?
কতটুকু জাগিয়েছ মুক্তির অনুপ্রেরণা? ?
শুধুই করেছ অবিরত অনুলাপ –
“ধুয়ে গেল মুছে গেল – গেল সব রসাতলে”
গড়েছো কি কোন প্রতিরোধ – কোন ছলেবলে?
কল্যাণের নাম করে যদি হয়
এমনই অসাম্য অভিসন্ধির অনুপ্রবেশ;
তবে ক্ষান্ত কেন?
এসো না সবাই মিলে গড়ে তুলি জাগরণ।
কাঙ্খিত কল্যাণের শপথে –
অনায্য অনিষ্টকারী আশকারাকে
অকপট পদাঘাতে পরাস্ত করে;
শুধু কল্যাণকর কর্মধারাকেই করি অণুসরন—!!
–~০০০XX০০০~–