মাঝে মাঝে মন
✍ অনিমেষ
মাঝে মাঝে মন বিদ্রোহ করে,
মাঝে মাঝে মন উড়তে চায়,
মাঝে মাঝে গুমরে গুমরে
খাঁচার ভিতর ডানা ঝাপটায়।
মাঝে মাঝে মন উথাল পাথাল,
মাঝে মাঝে ডুব কি ভাবনায়,
মাঝে মাঝে মন সূর্যের পানে,
মাঝে মাঝে মেঘে ধাক্কা খায়।
মাঝে মাঝে মন সবুজের ভিড়ে,
কুয়াশার মাঝে পথ হারায়,
মাঝে মাঝে মন একলা পাগল,
ঘাস গালিচায় শয়ান চায় ।।
–~০০০XX০০০~–