শূন্য হাতে
✍ মধুমিতা বসু সরকার
আখতারি বাঈ এর ঠুঙরীর মতো ব্যতিক্রমী একটি বিকেল
যেমন খুশী গলা ভাঙ্গছেন, হাস্কি বলতে যা বোঝায়
আমি একটি বিলোল সন্ধ্যার অপেক্ষায়
মনেমনে গলা মেলাচ্ছি
কথা, সুর একাকার হয়ে যাচ্ছে
“”ফিরায়ে দিওনা মোরে শূন্যহাতে “”
কেউ কি শূন্যহাতে ফিরতে চায়?
হাত ভর্তি করে দেবার মতো আমার কেউ নেই
অথচ ফিরতে ত হবেই কোনও একদিন অন্তত নিজের কাছে
যদি খালি হাতে ফিরি তাতেও কোনও দুঃখ থাকবেনা
এ ফেরা সে ফেরা নয়
যে ফেরায় নৌকাডুবি হলে
তলিয়ে যাবার আগে কেউ হাত বাড়িয়ে দেয়
সুরের মধ্যে ডুবছি, ভাসছি, থিতু হচ্ছিনা
আবারও ভাসছি, ডুবছি, শুধু ফিরছি না।
সুরের আবর্তে ঘুরছি কেবল
শুন্য থেকে শুরু করে শূন্যতর বোধ।
গলা ভাঙছেন আখতারীবাঈ আমিও সমান্তরালে আবোগ থেকে সোমে,, সোম থেকে আবোগে
তানকারি এখনো বহুদূর
ততক্ষন শুধু অপেক্ষা! আমার হাতে আপাতত কিছুই নেই
নিমগ্নতা ছাড়া ঈশ্বর জানেন কতটা শূন্যতা একটি মানুষকে পূর্ণ করতে পারে।
ঠিক কতটা শূন্যতা আছে গানের নিহিতে
–~০০০XX০০০~–