দাম্পত্য বিষয়ক কবিতা
✍ পারমিতা
জানলার পাশে দেবদারু গাছের
পাতার ছায়ার ফাঁক দিয়ে
নিঝুম ছুটির দুপুরের রোদ এসে
ঝিরিঝিরি মায়া বুনে দেয়।
অসম দুটো কাঁটা দিয়ে বারান্দায় বসে
লাল নীল রঙ মিলিয়ে উল বোনে
ও বাড়ির দশ বছরের মেয়ে।
আমরা পুরোনো সোয়েটারে নস্টালজিক ওম খুঁজি
আমরাও মাঝে মাঝে স্বপ্ন বুনি
সোজা, উল্টো, জোড়া, ঘর ফেলা,
তারপর অসমাপ্ত স্বপ্ন হেলায় পড়ে থাকে
বিছানায় সোফায় রান্নাঘরের তাকে
কেউ ছুঁয়ে দেখি না
–~০০০XX০০০~–