নব বর্ষের কামনা
✍ মৃনাল কান্তি বাগচী
ঘুচে যাক পুরাতন বছরের
সকল জীর্ণতা,শীর্ণতা ও মলিনতা,
বাংলা নববর্ষে বয়ে আনুক
সকলের জীবনে অনেক অনেক শুভ বারতা।
কালের নিয়মে আজ যা নতুন
কিছুদিন পরে তা হয়ে যাবে পুরাতন।
যুগের পর যুগ চলছে
এই প্রচলিত নিয়ম এই ধরায়
তবুও নতুন বর্ষকে আবাহন করে
বুক বাঁধে সকলে মঙ্গলের নব আশায়।
জীবনের ধর্ম হলো
নতুন নতুন আশা নিয়ে
বেঁচে থাকতে চাওয়া,
নব বর্ষে সকলের মনে উদ্ভুত হোক
অপ্রয়োজনীয় পুরাতনকে বিদায় দিয়ে
নতুন করে অনেক কিছু পাওয়া।
নতুন বর্ষের শুভারম্ভে
মোদের সকলের কর জোড়ে নিবেদন,
বিধাতা তুমি মুক্ত কর
এই বিশ্বহতে ভয়াবহ করোনা সংক্রমণ।
আমরা আজি বড়ই বিপন্ন করোনার তাণ্ডবে
নববর্ষে সব আনন্দ হতে বঞ্চিত ধরায় সবে।
নতুন আশা উদ্দীপনা নিয়ে
আমরা সবাই বাঁচতে চাই,
প্রভু,তুমি মোদের সকলের মনোবাসনা
নববর্ষে পূরণ করো তাই।।।
–~০০০XX০০০~–