অবগাহন হোক
✍ মৌসুমী ঘোষাল চৌধুরী
অনেকটা পথ জুড়ে
কাদার পরে ,
সেই বিন্দু ঘর ।
কিছু অলৌকিক ঝড় এখানে ।
এত ভালোবাসি ঝড় দেখতে
গাছগুলো দুলছে ।
সারা শরীরে সুখ ।
বৃষ্টি ঝড়ছে অঝোরে ।
বহুকাল পরে কাল রাতে গেয়ে উঠলাম
কত এলোমেলো গান ।
দুটো হাতি
শুঁড় দিয়ে স্নান করাচ্ছিল
বৃষ্টি দেবতা কে ।
আমি বললাম ,নীল প্ল্যাস্টিকের উপর
যখন বৃষ্টি পড়ে ।
অঢেল ধারায় ভিজে যেত শরীর ।
সপসপে ভিজে ,দন্ডী কেটে বলেছিলাম
আকাশ আর একটা বুড়ীর চরকা ,মনে হয় চাঁদে ।
তারপর , রজনীগন্ধ্যা জড়িয়ে দিলাম ।
সুরঙ্গপথে গেরিলা যুদ্ধ কুন্ডলী জুড়ে ।
বহুদিন পরে স্বস্তি ।
এই জানালা দিয়ে ই অন্ধকার নেমে এল ।
সত্যি ,বারিষপুত্র
বৃষ্টির আরেক নাম দুর্যোগ হলে ও
বার বার ছুটে চলি
চুল খুলে কারো অপেক্ষায় ।
সেই যে অচেনা সন্নাসী শ্রেষ্ঠ ও চেয়েছিল আকাশে ,
আমার স্নান দেখে ।
কেন মন্দ বলে লোকে
মন্দির তো বলে নি ।
জীবন মিলেছে মৃত্যুর সাথে
যে ভালোবাসায়
দেশ রাগে ছিল ,
প্রতিবারের মত ” আজ শ্রাবণের বাতাস বুকে ।”
–~০০০XX০০০~–