চিহ্নহীন পাড়
✍ মণিকা বড়ুয়া
প্রতিদিন ওঠানামা
প্রতিদিনের ভাঙা গড়া
প্রতিদিনের চিহ্নময়
সমুদ্র গর্জন—
সব সব কেমন ভেসে যাচ্ছে
বুকে ব্যথা বাড়ে
ফিকে হয় সব চাওয়ার
রাগ অনুরাগ
গোধূলী যে তটে নৌকা
নামায়—–।
ঐ চিহ্নহীন পাড়—–একা—
—- গভীর একা—।
–~০০০XX০০০~–