// ধোঁয়াশা //
✍ অনিমেষ
উদাস আকাশ আর
অবসন্ন সূর্য ছুঁয়ে
ছুটির জানলায় চোখ রাখা।
সন্ধ্যে লাগা পাতারা তখন
গঙ্গার বুক ছুঁয়ে আসা
দখিন হাওয়ার কাছে
দিন শেষের খবর শুধায়।
ক্লান্ত পাখিটা পাশের ঘাস জমিতে
তোমায় খুঁজতে খুঁজতে
একনাগাড়ে ডাকছে।
রাজভবনের আলো ছায়া মাখা
প্রকান্ড ফটকের মাথায়
গণতন্ত্রের বিশাল সিংহটা
ক্রমাগত দাঁত নখ দিয়ে
রঙিন মোড়কে ঢাকা
রাষ্ট্রযন্ত্রের মৎস্যন্যায় আর
ইতিহাসের পাথর চাপা
ভারতের অতীত গৌরব
খুঁড়ে বার করার চেষ্টা করছে।
আমার মনপাখি তখন
অলস বসন্তবেলায়
নিকোটিন ও অপেক্ষার ধোঁয়ায় পুড়ে
দূরের ট্রামলাইনের দিয়ে চেয়ে
ভাবছে কখন কলেজ ফেরত
বনলতা সেন ট্রাম থেকে নামবে
আর পাখির নীড়ের মতো
চোখ তুলে প্রশ্ন রাখবে
” কতক্ষণ এসেছো ” ??
–~০০০XX০০০~–