তটিনীর বেদনা
✍ মৃনাল কান্তি বাগচী
তটিনী নীরবে বহিয়া যায়
তার বেদনা কেহ নাহি বোঝে হায়!
তবুও নদী থেমে নাহি থাকে হায়!
সাগরের পানে ছুটে চলে সে নির্দ্বিধায়।
সাগরের ভালোবাসার অমোঘ টান
সে ভুলতে পারেনা, তাই সদা প্রবাহমান।
মনের ব্যথা মনেতে জমে দিন দিন,
কিছুতেই কমতে চায়না,যতক্ষন না হয় সে সাগরে লীন।
নদীর বয়ে চলা তখুনই হয় সার্থক
যখণই সে সাগরকে পায় আপন করিয়া সর্বাত্মক।
ভালোবেসে মনের মানুষকে পাওয়ার ইচ্ছেই জীবনের ধর্ম,
তা নাহলে কিছুই ভালো লাগেনা,সবই মনে হয় নিরর্থক।
তবুও জীবন কখনো থেমে থাকেনা,
নদীর মতো মনের মানুষকে পাওয়ার আশা কখনো ছাড়েনা।
সকলের মনের মানুষ সাগরের মত এ ধরায়,
তাকে পাওয়ার তরে, মন থাকে আশায় আশায়।।।
–~০০০XX০০০~–