যাবার বেলায়
✍ রণজিৎ মন্ডল
সময় হয়েছে যাবার,
দিতে হয়তো পারিনি কিছু,
নিয়ে গেলাম অনেক কিছু, প্রেম, ভালোবাসা, বিরহ,
বেদনা,আর অনেক অত্যাচার ও অনাচার।
আমি গেলেও থাকবে সবকিছু
চলবে সব মনের অন্তরালে প্রকৃতির চাঁদ, সূর্য ও সবুজ বনের সম্ভার,
থাকবে আকাশের লক্ষ্য তারার আলো আঁধার।
শুধু থাকবো না আমি,
ফিরবো না কোনদিন আর!
বেদনায় ভারাক্রান্ত হৃদয়ে বয়ে যাবো কারো,
হয়তো অবুঝ অন্তঃশলীলা হয়ে প্রেমের হাহাকার।
দেয়ালের ছবি হয়ে দেখবো তার,
যাকে ফেলে হারিয়ে,
মাড়িয়ে যাবো সব মায়া মমতার।
জোয়ারে ভিড়েছিলাম কচুরি পানার মত অচেনা অজানা ঠিকানায়,
যেখানে মাটি খুজে পেয়েছিলাম বাঁচার,
শিকড় বাড়তে বাড়তে
সৃষ্টি করেছিল অনেক আশা আকাঙ্ক্ষার।
মাতৃস্নেহে নিরাপদে থেকেও, দিয়েছিলাম
তাঁকে দেখিয়ে তোজকের অন্ধকার।
আজ এসেছে সেই দিন,
নিঃসঙ্গ, নিরুত্তাপ, নির্বোধের সর্বাঙ্গে জ্বলছে প্রদীপের আবছা আলো ক্ষীণ।
তারপর শুধুই ধোয়া আর অন্ধকার।
বড় বেদনা, বড় যন্ত্রনা, নয়নে অবিরাম অশ্রুধারার।
–~০০০XX০০০~–