রূপের অহংকার
✍ সোমনাথ প্রামানিক
কুসুম কলি নামটি আমার, গলায় মনিহার,
সবাই বলে আমার নাকি সাজেরি বাহার!
কপালেতে একটি টিপ নামে চন্দ্রকলা,
সবাই বলে আমি নাকি রূপসী এক বালা!
একটু কাজল দু নয়নে আমি যখন আঁকি,
সবাই বলে তোমায় এখন নজর দেওয়া বাকি।
গোলাপ পাপড়ি ঠোঁটটি আমার গৌরবর্ণ রঙ,
সবাই বলে দেখতে ভালো তাই তো এত ঢঙ।
দুই বিনুনি লম্বা আমার হাঁটুর গোড়ায় চুল,
সবাই বলে খোঁপা করলে লাকবে নাকি ফুল!
শাড়ির ধরন আমার পরণ সাদাসিধে ভাই,
সবাই বলে আমায় নাকি রূপের রানী দেখাই।
আলতা রাঙা পা দুটি আমার ঝলমলিয়ে ওঠে,
সবাই বলে এই মেয়ে তো সুন্দরী যে বটে।
নুপুর ধ্বনি শুনতে আমার বাতাস ও কান পাতে,
সবাই বলে আমার নাকি জন্ম ,উচ্চ বংশ জাতে।
কোকিল কণ্ঠে আমি যখন কথা বলে যাই
সবাই বলে আমরা সবাই তোমার বন্ধু হতে চাই।
আমি তো ভাই চুড়ি পরে বড্ড আনন্দ পাই,
সবাই যত বলুক না কেন – কেউতো আমার যোগ্য
নয়।
–~০০০XX০০০~–