“ঝোলে গিলে পঁচা ডিম!
খাই নাই হিম শিম!”
প্রেমাঙ্কুর মালাকার
রবীন্দ্রনাথ আর ক্ষিতি সেন,
বেড়াতে গেছেন গ্রামে-
গ্রামবাসীদের, আদরে আদরে,
ভোজ শুরু ধুমধামে!
আহারে বসেই, শাস্ত্রী মশাই,
বুঝলেন পঁচা ডিম!
গুরুদেব খান! দেখেই খেলেন!
খেয়ে খান হিমশিম!
ভোজনের শেষে, শাস্ত্রী মশাই,
বমি করে গল গল!
“বলুন না গুরু! দু’জনে খেলাম,
আমার কেন এ ফল?”
“আমিতো অবাক! আপনার পেটে
হজমের হিম্মৎ! ”
গুরুদেব বলে,”ডিম তো খাইনি,
ম্যাজিকের কসরত! “
“দাড়ির ভেতরে, চালান করেছি,
চাপকানে পঁচা ডিম!
হাতের ম্যাজিকে, পঁচা ডিম গিলে,
খাইনাই হিমশিম!”
–~০০০XX০০০~–