যাপনকথা
✍ সুপ্তোত্থিতা সাথী
দু’ফোঁটা কাচের গুঁড়ো গিলে নিলে চোখ
অন্ধজনের কাছে কিবা তাপ-শোক!
দেখা তো যায় না এমন কত কিছু আছে
দুঃখ সেজেছে নানা বহুরূপী ছাঁচে।
নোনা জল বুকে বয়ে জমাটি বরফ
অভিযোগ লিখে যায় নানান হরফ
ভালো রাখাটাই শুধু থেকে যায় শেষে
দু’ফোঁটা কাচের গুঁড়ো মরে হেসে হেসে||
–~০০০XX০০০~–