করুণধারায়
✍ রণজিৎ মন্ডল
যেদিন পরেছি প্রথম প্রভাতে অরুণ কিরণ সোনালি মালা আসি এ ধরায়,
জড়ায়ে ধরেছি আপণ করিয়া মা মা বলে তার মমতায়।
কেন এনেছিলে কেন দিয়েছিলে এতো আনন্দ জীবন ধারায়,
শত কাজের জীবন মাঝে হারায়ে ফেলেছি আপন মায়।
এ কোন জীবন করিয়া ধারণ ডেকেছি দেখেছি যে আপন মায়,
আজি সব ভুলি কাঁদিয়েছি তারে কত যে করুণ অশ্রুবায়।
এতো দীনতা, এতো হীনতা, সয়েছে আমারি কর্ম ধারায়,
লয়েছে সে মোরে আপন বাহুডোরে কাঁদিয়া ভুলিয়া কত মমতায়।
এতো বিচিত্র, এতো কুচিত্র ভাসিয়া মনে কেন বেড়ায়,
দুনয়নের কোণে অশ্রু
শুকায়ে আজও সে মোরে খুজিয়া বেড়ায়।
এই মহাকাল সব সহিবে, সবই দেখিবে ইহকালে হায়,
পরাণে না সহে এতো বেদনা, এতো করুণা জীবনের শেষে করুণধারায়।
–~০০০XX০০০~–