কবিতার ছন্দে পরি আমি ধন্দে
✍ সোমনাথ প্রামানিক
কবিতার ছন্দে পরি আমি ধন্দে ,
লেখালিখি কাজ করবো না তো আজ ।
আটচালা ঘরে বলি আমি কারে ,
প্রদীপের আলো এই বুঝি গেল ।
খড়ের ঐ চাল হয়েছে বেহাল ,
বৈশাখী ঝড় উড়ে যাবে খড় ।
শেয়ালের হাঁক ঝিঁ ঝিঁ পোকার ডাক ,
সদরের দরজায় মাতে তারা তরজাই ।
টুনটুনি টাকি ঐ মারে উঁকি ,
মিনু বেড়ালে – তারে বুঝি গেলে ।
খোকা আর খুকি পড়বেনা না কি ?
দিলো বুঝি ফাঁকি পরীক্ষা যে বাকি ।
বেনু টারে ডাক পড়ে নিয়ে খাক ,
বুধু টারে বলি কোথা তুই গেলি ।
পিতামাতা ভগবান গাই তারা নামগান ,
বয়সের শেষ এই হলো বেশ ।
গিন্নি টারে বলি তাকাও চোখ মেলি ,
একটি রাতের বেলা অনেক কাজের মেলা ।
–~০০০XX০০০~–