বঙ্গ ভুমির প্রতি,1987
✍ ডঃ মদনচন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
ফুলের সৌরভ পরাগের ভাবে হ্রদ কম্পন
নিরন্তর দারিদ্র, বেদনার অশ্রু জল সম্বল
শাপলা শালুক পদ্ম শোভিত ভুবন থরতর
ভাবনার আকাশ হ্রদয় অনেক অনেক বড়
মানব জীবন এরই মাঝেই জীবন ধারা বহমান
রবীন্দ্রনাথ নজরুল হেম মধু শরতের স্বাভিমান…
ও লি গুঞ্জে রাধা কুঞ্জে দেশে নিত্য শ্যাম গান
হায় মানবজমিন, কত দুখ কত সুখ মিলিমিশি
হে মহান প্রতিপালক, ফুলের মতই আমি খুশি
কোকিলের কনসার্ট, মধুর মধুর কলকুঞ্জন
ভ্রমরের মধু শাখে মিহি মিহি মধুময় গুঞ্জন
ফার দেওদার কাওসার হ্রদ জান্নতের চেয়ে ভালো..
মানুষে মানুষে যদি না থাকে হিংসা, নিকশ কালো
–~০০০XX০০০~–