আরণ্যক
✍ সুতপা সরকার
অরণ্য কন্যে নক্ষত্র অবগুণ্ঠনে
জোনাক খচিত কালো মসলিনে
মাদলের সুরে মদালসা আবেশে
দুলে দুলে ওঠে প্রথম প্রহরের
ইমন-লাস্যে
ঝিঁঝিঁ স্বরগমে সুরের গমকে
নিশিপদ্ম পূর্ণ যৌবনে র চড়া দেমাকে
দু বাহুতে চাঁদের পৌরুষ আলিঙ্গনে
চিবুকে ঢলে নেশাড়ু চুম্বনে..
উপগত চাঁদ কুমারীর পেলব তনুতে
বিস্ফারিত পূর্ণিমা-ঔদ্ধত্যে
নষ্ট রাতে যুগলে ফিসফিসে
এ ওর মুখে মুখ নির্নিমেষে
আশ্লেষের সুন্দরতম অনুরাগ ঠোঁটে পেতে
মধ্যযামে বিহবলে রাগেশ্রী…
তিনপ্রহরের রহস্যময়তায়
ফিকে বিভাবরীর অলৌকিক উপত্যকায়
বিরহের খেলায়
শূন্যের ঘরে দোঁহে উদাসী আশ্রয়ে
গৃহস্থালি তখন খেরোর খাতায়
কাটাকুটির মগ্নতায়
ভৈরবী অঙ্ক কষে
আমি চান্দ্রমাসের কস্তুরী গন্ধ গায়
আরণ্যক সান্দ্র বিশ্বাসে
না চূর্ন খণ্ডাংশ
অপার্থিব বন্য সহবাসে—-
–~০০০XX০০০~–