অভিমানী
✍ ইন্দ্রানী চক্রবর্তী
তোর সাথে আজ করলাম আড়ি
এই বয়সে এটা যেন একটু বেশি বাড়াবাড়ি |
বলছে সবাই বুঝিনা তোমার মতিগতি
হেসে বলছে তুমি কি সেই ছোট্ট একরত্তি |
তবুও আমার মনে জমেছে ভীষণ অভিমান
বয়স বেড়েছে কমেনি তো জীবনের দাম |
বুকের ভেতর ফাঁকা করে যেদিন সে চলে গেল
তোকে কোলে নিয়ে জীবনের পথ চলা শুরু হল |
জীবনভর করেছি তো অনেক যুদ্ধ
এবার সব মোহ মায়া থেকে হতে চাই মুক্ত |
তুই তো সারাদিন ব্যস্ত নিজের কাজে
আমাকে কি তোর মনে রাখার প্রয়োজন আছে ?
ব্যস্ত শহরে নেই কারো কোন অবসর
তোর মনে ওঠে নাকি ক্লান্তির ঝড় ?
বুকের ভেতর মন পাখিটা করে ছটফট
সম্পর্কের মায়ার বাঁধনে তুই ছিলি অনেক নিকট |
ফিরে চলো রেখো না আর মনে অভিমান
আমি যে তোমায় দিতে চাই প্রাপ্য সম্মান |
আজও তুই আমার স্বপ্নে এভাবে এসে ধরা দিস
অভিমানী এ মন বলছে তোকে খুব ভালো থাকিস |
বাস্তব বড় রূঢ় বড় যে কঠিন
আমার স্মৃতি আজ তোর কাছে হচ্ছে ক্রমে মলিন|
তাই তুই আর ফোনে বলতে চাস না কথা
কি করে বোঝাই এ মনের গুমোট ব্যথা |
আমরা যে সবাই আজ আগুন নেভা ছাই
আমাদের এই প্রাণ টুকু ছাড়া দেবার কিছুই নেই |
আমরা আজ বড় অপ্রয়োজনীয় বস্তু
বৃদ্ধাবাসের চোরা গলি তে আমরা যেন উদ্বাস্তু !
তবুও প্রাণ-খোলা- হাসিতে কাটাতে চাই বাকি জীবন
এই খুশিতে কাটুক যেমন আছি তেমন |
আমার এই সুখ দুঃখের দিন লিপি পড়ো তোমরা কষ্ট করে
বিদায় বেলায় শুধু বলে যেতে চাই,
পেটের ছেলেটাকে আজও যে খুব মনে পড়ে !
–~০০০XX০০০~–