যাবজ্জীবন আসামী শব্দরা
✍ সুপ্তোত্থিতা সাথী
কিছু শব্দ ঠোঁটের চৌকাঠ পেরতো পারেনি
তার আগেই যাবজ্জীবন দন্ডে দন্ডিত হল তারা।
স্বরথলি কেঁপেছিল কয়েকবার,
তবু বাস্তবের কড়া ওঠা হাত ভালোবাসার গলার টুঁটি চেপে ধরেছিল বেশ কিছু মুহূর্ত।
যন্ত্রণার বুদবুদ ভরে গেছিল ঠোঁটের ফাঁকে
ভুল বোঝার আদলত ক্ষমা করলো না প্রেমকে
ভালোবাসার কোন প্রমাণ হয় না যে,
তাই বিচারকের বাহ্যিক বিচারে যাবজ্জীবন
আসামী রূপে চিহ্নিত হল ভালোবাসা আর
ঠোঁটের গরাদে আসামী শব্দগুলো
বোবা দর্শক হয়ে রোজ উঁকি দিয়ে যায়||
–~০০০XX০০০~–