তিতাস কাব্য লেখে
✍ সুতপা সরকার (দিল্লী )
এই যে তিতাস বইছি আমি
জীবন কাব্যের বাঁকে ভ্রমি
ধুচ্ছি যে মেয়ের রক্ত- সিঁথি
তার ছন্দরাগে পরাগ ইতি।
সইতে নারি। ফিরে সে যায়
বাপের ভিটেয় উনোন ধোঁয়ায়
মালসা ভাত নুনের ছিঁটে
কপালে তিলক কালশিটে।
ছলাৎ ছল কাঁদতে পারি
উথাল পাথাল বুক যে ভারি।
নদীই জানি জলের প্রবাহ
অপ্রবাহে যাপন কেমন দুর্বিষহ।
সত্তা বিলোলে অন্তঃসলিলে চুক্তি
পাথুরে ভাস্কর্য নিথর চলচ্ছক্তি
তুফান যখন মাতনে ডামাডোল
জোয়ারী নেয়ে তুমি দাঁড় শৃঙ্খলে
ভাঙাচোরা নাও অমেয় তত্ত্বাবধানে
স্বস্তিক ঘট যদি সুস্থিত স্থাপনে
তবে সে অনাথ সাম্পানে
বসন্ত জোয়ার তোল দক্ষিণ পবনে….
তিতাস নদী কাঙখিত তিয়াশা বোধগম্যে
তিতাস মেয়ের নির্বাক পিয়াসা কাম্যে
পদ্ম ঘর বুক বরাবর আড়ে বহরে
ঝিঁঝিঁ স্বরগমে মুঠো মুঠো জ্যোৎস্না
দুকরে
বয়ে যাবে মাথুর ছন্দে স্রোতে স্রোতে
পলাশের আগুন জ্বলা ফাগুন রাতে—-
–~০০০XX০০০~–