“অন্তরে অন্তর”
✍ রণজিৎ মন্ডল
মানুষকে চিনতেই কেটে গেল জীবনের
অনেকটা সময়,
প্রেমিক প্রেমিকাকে চিনতে, বন্ধুকে, ভালোবাসার মানুষকে, কতটুকু চিনেছি
কতটুকু পেরেছি জানতে, সেতো জীবনের অচেনা পথেই অজান্তেই হারিয়ে যায়।
কে মোর হৃদয়ে এসে ছিল অপেক্ষায়,
কাকে রেখেছিলাম হৃদয়ের গোপন ডেরায়,
কাকে দিয়েছি চিরতরে বিদায়,
সবই যেন দেখিতে পাই জীবনের পুরনো
খাতার পাতায়।
স্মৃতির পাতাগুলো জীর্ন হতে হতে
একদিন উড়ে যায় সেই বন্ধুদের অচেনা ঠিকানায়।
সব পুরনোই জীর্ন শির্ন অতিকায়,
মনটা সেই পুরনো হৃদয়ের জীর্ণ ঘরে
এখনো কত স্বপ্ন দেখে যায়।
একি দুর্বিসহ, যন্ত্রনাময় পরিচয়,
নতুনের সাথে পুরনোর আলিঙ্গন
দেখিয়া বুকে জাগিয়া ওঠে শিহরণ,
বেদনায় ভরিয়া যায় মন,
সহিতে পারি না আর এই অবশিষ্ট প্রেম,
ভালোবাসার অভিসার, প্রেম বিরহের
ভান্ডার যখন শুণ্য হয়ে যায়।
সব হারিয়েও মনটাকে রেখেছি ধরে,
দিবা নিশি দেখেছি স্বপ্ন কত জীবন ভরে,
সব যেন তলিয়ে গেছে দীর্ঘ জীবনের
অতল তলে, বিরহ, বেদনা রয়েছে ভরে,
শেষবারের মত দেখিতে চায় তারে,
যে রয়েছে অন্তরে অন্তর জাগ্রত করে,
তাকে কেন দিতে পারি না বিদায়।
–~০০০XX০০০~–