ভাষা-ভালবাসা
✍ সুমান কুণ্ডু
তোমার আছে সুন্দরতা, আমার আছে কলম
তোমার কাছে ভালবাসা, আমার আছে ধরম।
তোমায় ঘিরে এ সংসার, আমার শুধু স্মৃতি,
তোমায় মনে রেখে, আমি আজ নিঃস্ব বৃতি।
তোমার ছবি দেখে কাটে সময় আজও
যে স্বপ্ন দেখিয়েছিলে, ভুলতে কি তা পারো?
অমর ২১এর নানা রঙ, শোকের ফাগুনে
জ্বলে হৃদয় হু হু করে, আজও বিবেকের আগুনে।
দেখ ঐ দেখা যায়, শাহজাহানের তাজ
নুরজাহানকে আগলে রেখে, করছে এখনও রাজ।
কোণারকের চাকা ঘোরে না বহু দিন
পারবে মেটাতে শিল্পীদের পরিশ্রমের ঋণ?
তোমার আদলে হুসেনের নগ্ন দেবী আঁকা,
রাঙাক সমাজ রক্তচক্ষু, ভুরুযুগল বাঁকা!
তোমার জন্য চীজ, বার্গার কিংবা বিরিয়ানি
আমরা আছি অথৈ জলে, সঙ্গী শুধুই পাণি।
তোমার জন্য হাত-পা ছেড়ে একটু বাঁচতে চাওয়া
নাই বা পেলাম টাকা পয়সা, সকল চাওয়া পাওয়া।
যেখানেই থাকো ভালো থেকো, মনের আনন্দে
এইটুকুই শুধু মনস্কামনা, ভরা সানন্দে।
–~০০০XX০০০~–