ভালোবাসা
✍ রামতনু ব্যানার্জ্জী
সব দাগ মুছে যাবে
সব ক্ষত সেরে যাবে
যতদিন ছুঁয়ে থাকো,
সময়ের পাহারায় জেগে থাকো তুমি।
যেমন পাহাড়,অরণ্য জেগে থাকে ;
একটি নাজুক লতা যেমন জড়িয়ে থাকে
বনষ্পতিকে,সমস্ত দুর্যোগ সয়ে অকাতরে।
অনেক সূর্যাস্ত এসে চলে গেছে ;
আঁধার হয়েছে জানি;
শশী তুমি অন্ধকারে হারিয়ে যেওনা।
অনেক অরুণমালা ক্লান্ত হয়ে ফিরে গেছে
বিকেলে ভোরের ফুল নিয়ে।
জেগে থেকো,পাশে থেকো,
পরমায়ু পথে অতিবৃদ্ধ অশ্বত্থের মত
পথিকের অকৃত্রিম শ্রান্তির নিরাময় হয়ে।
–~০০০XX০০০~–