দুজনেই নিভৃতে
✍ সুতপা বসু সরকার
একদিন তোর আলুথালু খোঁপায় গুঁজে ছিলাম রক্তগোলাপ –
তুই ধর্মের দোহাই দিয়ে বলেছিলি ,
কে কি ভাববে বলত??
আমি ও কিছুটা বিব্রত ও কুন্ঠিত,
বয়স টা ছিল অল্প
তার মাঝে অনন্ত সময় হয়ে গ্যাছে পার,
তুই ও কোথায় হারিয়ে গেলি,
অবকাশ ছিলনা খোঁজ নেবার, খোঁজ দেবার,
খোঁজাখুজি পর্ব অতিদীর্ঘ উপন্যাস ,,
সেই থেকে একাকী জীবনের ইতিবৃত্ত লেখা,
বহু বহু শব্দ ঋণ,, সব সন্চয় ভেঙেছি নিজে,
শুধু আর কোনও দিন কবিতা লিখতে পারিনি,,
হৃদয় ভাঙার গোপন ব্যথা কাউকে দ্যাখাতে চাইনি,
তোকেও না,,
আমাদের ঠিক দেখা হবে কোনও একদিন
যদি স্বপ্ন গুলো বেঁচে থাকে,
তুই ত কবর দেখেছিস,, শ্মশান দেখিসনি কখনোও,
আসলে কি জানিস, ভালোবাসার কোনও ধর্ম থাকেনা –
নিখাদ প্রেম পরাজিত হতে জানেনা।।
তোর সাথে একদিন দেখা হয়ে যাবে রোদগত বিকেলে,,
হয় শ্মশানে,, নয় কবরে পাশাপাশি,, কাছাকাছি,
সেদিন একটা রক্ত গোলাপ রেখে দিও স্বজন, বন্ধু আমার,
চোখ দিয়ে নয়, অনুভুতি দিয়ে ছুঁয়ে যাব যত খুশী ততবার।।
–~০০০XX০০০~–