চুম্বন
✍ অমৃতা সাহা
অপেক্ষার মতো দীর্ঘ হয় রাত।
চাঁদের কানে কানে শুকতারা বলে চলে সর্বনাশের ইতিকথা।
দূরে কোথাও নদীতে নোনা জল মেশে।
রাত যত বাড়ে ততই তলানিতে থিতিয়ে যায় পলি।
লন্ঠনের আলোয় মেশে ছায়ার শরীর।
শ্মশানের চারপাশে শকুনের ডানা সশব্দে
সামিল হয় মৃতদেহের গন্ধ সুখে।
খুব কাছেই কারা যেন ফিসফাস আওয়াজে,
দরদাম করে কেনে এক কৌটো সিঁদুর।
সোহাগী সতী নারীর সিঁদুর ছুঁয়ে ওরা
বাঁচিয়ে রাখবে সধবার শাখা, নোয়া।
একটা হাত উষ্ণতা খোঁজে, ঠান্ডা গাল,
ঠোঁট ছোয়,
যে শরীরে অনন্তকাল মায়া জমিয়ে রেখেছে প্রেমিক,
সে শরীরে শেষবার চুম্বন করে সে।
–~০০০XX০০০~–