আজকের ডায়েরী
✍ সুতপা সরকার
এই যে রাত্রির এতটুকু নিঃসঙ্গ
উপকূল !
নিঃসন্দেহে নক্ষত্রের দেশে
স্বেচ্ছা বিচরণ!
এতটুকু প্রাপ্যতা প্রতিটি মননের অধিকার,
তাই এই ওমটুকু নিংড়ে নিতে
সদর দরজা সপাটে বন্ধ করতেও দ্বিধা নেই!
এখন স্রেফ মননের এস্রাজে
মগ্ন সুরের বুনোট বুননে
সে যাই হোক, হোক না কেন
মালকোষের মুর্ছনা
রাত্রিকালীন এই নিশ্চুপ সময়টুকুতে
অভ্যস্ত মলাট খুলে ফেলে
নিজস্ব চিত্রভাষে তুলি
আর রঙের খেলায় নিমগ্ন প্রশ্রয়ে— !
—~০০০XX০০০~–