একুশ নদী
✍ মণিকা বড়ুয়া
একুশের যে রক্তনদী
তা আমার ভাই, মা ও
ভাষার ত্রিবেণী।
একুশের যে উচ্ছ্বাস- মান
তা আমার বিশ্ব গড়া সম্মান।
একুশের যে রক্ত চেলী
তাতে ভাসে পদ্মা গঙ্গা
গোমতীর কলি।
একুশের যে রক্ত লাল বাণ
তাতে জড়ানো তাপ্তি ফেনী
বঙ্গোপসাগর গান।
একুশের যে বিশ্ব সম্মান মুকুর
তাতে জাগে ভারত
বাংলাদেশের ভাষা-নুপুর।
–-~০০০XX০০০~–