কবিতা আমার নষ্ট নেশা
✍ অমিতাভ মল্লিক অমি
রাম করাতের ধার বেয়ে কাঁটা
বিঘত পরিমান সর্বনাশ,
রক্তধারার নষ্ট তাড়া
কষ্টে গেলা ভর গেলাস।
ভগ্ন ডিঙি এস্তে ঠেলা
শুকনো কঞ্চির লগির ঠাঁয়,
গেলতো গেল গেলেই ভাল
কালবেলাটা যেমনে যায়।
কাব্যগাথা স্বপ্নপাতা
ইচ্ছেবিহীন কেচ্ছালাপ,
কবিতা আমার নষ্ট নেশার
অষ্টাদশী লাল গোলাপ।
লালবাগ, ঢাকা
◇¤◆◇¤◆◇¤◆◇¤◆◇¤◆◇