কৃষক আমার
✍ মণিকা বড়ুয়া
কৃষক আমার মায়ের কোল
কৃষক আমার মায়ের জমি
কৃষক আমার পিতার
শস্যভূমি।
কৃষক আমার চোদ্দপুরুষ
দেহজল
কৃষক আমার সুবাসিত
উঠোন
কৃষক আমার পেটভরা
ভাতরুটি
কৃষক আমার কাঁখে জলভরা
কলসী।
কৃষক আমার দুধভাত
কৃষক আমার লবণ জল
কৃষক আমার নদী উপনদী।
কৃষক আমার মর্মকথা
কৃষক আমার জীবন গাঁথা
কৃষক আমার মনের সুখ
কৃষক আমার হৃদয় বুক।
সব আজ শুকিয়ে যাচ্ছে
ক্রমশঃ
ক্রমশঃ
বিশ্ব ক্ষুধার সাগর
আজ
জেগে উঠছে
আমার দেহকোষে
যা ছিঁড়ে যাচ্ছে প্রতি মুহূর্ত্তে–।
–~০০০XX০০০~–