ঢেউ
✍ ড. মদন চন্দ্র করণ (বিদ্যা লঙ্কার )
একটি সাহিত্য ঢেউ..
আছরে পড়ুক নীরস জীবনে
কয়েকটি শব্দের ঢেউ
মায়া চরে বসে আছি..
ক্ষুধা বেকার অশান্তি অসুখ
সুজনী সাহিত্য শিল্প দিতে পার কেউ?
ভেসে গেছি ফেঁসে গেছি..
নদী পাড় ভাঙে মন ভাঙে সংসার
মনে হয় ব্যর্থ জীবন মিছে চরাচর
এখন কী করব বসে তারা খসা দিনে?
মান যশ যউবন শ্রী রাধার চরণে…
মিথ্যায় জ্বলে পুড়ে কত হবে ছারখার?
আধো জনম গেলো আ ধি ব্যাধি জ্বালা
কামিনি কাঞ্চন সুখে হইয়া উতলা…
শে ষকাল আছে কত দানা পানি সম্বল
মান যশ অর্থ লাভ স্বপন সুধা পেয়ালা
ইচ্ছে হলে লিখ সত্য ক্ষুধা দারিদ্র জ্বালা
শব্দের অমৃত ঢেউ স্বর্গ সুখ হইও না চঞ্চল
◆◇◆◇◆◇◆◇◆◇◆