শুধু ছুঁয়ে থাকি
✍ জবা ভট্টাচার্য্য
আজ আর কথা নয়
শোনো—-অরণ্য ডাকছে
চলো, একটু হাঁটি পাশাপাশি
সার সার সেগুনের নীরব মগ্নতায়
নৈঃশব্দের কৃষ্ণকথা আঁকি আকাশের গায়ে।
অথবা, চলো আজ বসি
তিস্তার কোল ছুঁয়ে কিছুক্ষণ,
ক্লান্ত দিনের কপাল চোঁয়ানো ঘাম
চোখের কোনায় গাঢ় কালো অভিমান
মুছে যাক সব,এলোমেলো হোক স্বর্ণালী সন্ধ্যায়।
বরং, কবিতা বারান্দায়
নেমে আসুক আদুরে স্বরলিপি,
কিছু অক্ষর সংলাপ, বেজে উঠুক
শঙ্খনিনাদ, নামুক রুটিন ভেঙে অন্ধ চাঁদ
শিরায় শিরায় তৃপ্তির নদী বানভাসি হয়ে যাক।
–~০০০XX০০০~–