চাঁদ আর তুমি
✍ অনিমেষ
এক পাড়াতে চাঁদ ও তুমি
রোজ বুঝি হয় দেখা ?
কেমন লাগে কাটাতে সময়
চাঁদের সাথে একা ?
চাঁদ যখন পালকি চাপে
তুমি শুনি হাওয়া গাড়ি,
চাঁদ বুঝি বেড়াতে আসে,
রোজই তোমার বাড়ি ?
চাঁদ বুঝি দেয় উপহার
মেঘের ডালি ভরে ?
হাওয়া আনে সুবাস বয়ে
চাঁদ আর তোমার তরে ?
চাঁদের সাথে শুধুই তুমি,
আর ছিল না কেউ ?
ছিল না কি রাতের পাখি ?
সাগর ভরা ঢেউ ?
আকাশটা কি নীরব ছিল ?
মেখে চাঁদের আলো,
চারপাশটা লাগছিল না
বড্ড বেশি ভালো ?
সময় করে একটু তুমি,
বলো না গো মোরে,
চাঁদের সনে বন্ধুত্ব এমন
ঘটলো কেমন করে ?
–~০০০XX০০০~–