কাদম্বরী, তোমাকে
✍ শ্যামাপ্রসাদ সরকার
মনে পড়ে? প্রিয় সবুজপাড় হলুদ বালুচরী
তেতলার ছাতের সেই লুকোচুরি !
মরসুমী ফুল কেদার- বেহাগ
সন্ধেবেলার সুগন্ধী সোহাগ !
তোমাদের কবিতাবাসর?
কাদম্বরী? কোথায় তোমার প্রাণভোমরা?
বিষের কৌটো! মেহগনী খাট, বন্ধ দূয়ার
এলিয়ে চুল লুটিয়ে তুমি
কোথায় পাড়ি? ‘শেষ নাহি যার!
সবই তো ছিল দেউড়ী দালান
লক্ষ লোকের নজরকাড়া,
রানীর মত পদক্ষেপে
গড়ের মাঠে ঘোড়ায় চেপে !
নবীন কবির তৃষ্ণা চোখে
উথলে ওঠে বক্ষজুড়ে।
কাব্যবিলাস বাগান জুড়ে
জলঝাড়ি আর বুনট সেলাই
দরজা শূন্যখাঁচা, নাই তুমি নাই!
বিষের আধার,ঘোর সে আঁধার
গ্রীক হেকেটি, সব চুরমার !
সাজানো ঘর,ঠাকুরবাড়ি
জাজিম মেঝে-বেলোয়ারি
দুলছে সবই নেশার মাতন
‘হেথা হতে আজ যাও পুরাতন..
‘হেথা হতে আজ যাও পুরাতন…
আঁধাররাতের পাগল কবি
দোসরহারা তোমার রবি!
পড়ে কি মনে কাদম্বরী?
রইলে তুমি জীবনভরই
সকল কাঁটা ধন্য করি।
শুনতে পাচ্ছ? অন্তহীনে
নতুন হয়েই রইলে তুমি
কাদম্বরী…ও কাদম্বরী!
–~০০০XX০০০~–