দিন দুপুরে
✍ ড. মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার )
সুপ্তি থেকে যেদিন জেগে
বাঁধলি স্নেহ মায়ায়
সাত হাত মাটি শীতল হল
কল্পনা সুখ ছায়ায়..
মন কাঁদে আজ বৃষ্টি ছুঁয়ে
রোদ্দুর শেষের গোধূলিতে
রোমান্স খুঁজে রেশমি চুলে
আর ছুটি না ঘোষ গলিতে
ফাগুন আগুন শীত বসন্তে
লুকিয়ে মন চাইতো জানতে
কেমন আছে দত্তর মেয়েগুলি
রথ দেখা কলা বেচায় হেলায়
কত আড়ি পেতে খড়ি পেতে
ছল ছুতোয় গিয়ে দাস পাড়ায়
উমা শ্যামার মন খানি বুঝতে
দিন দুপুরে কচি বেলায় কত
স্বপ্ন সুখ কল্পসুখে জ্বালবোনা
মাঝ বয়সে স্মৃতির আফশোস
দুঃখ ময় সংসারে বোঝা টানা
–~০০০XX০০০~–