অন্ধ মায়ের আর্তি
✍ ডঃ রতনশ্রী ভিক্ষু
বাবা, তুমি এসেছ!
এখন আমি আর দেখতে পাইনে হাঁটতে পারিনে
কথা বলতে গলায় বাধে তুমি আমার সোনা তো!
একটু কাছে এস ছুঁইয়ে দেখি।
কতদিন অপেক্ষা করেছি, তোমার পথ চেয়ে –
পুকুরপাড়ে পলাশ গাছটায় ফুল ধরেছে
তোমার জন্য তো লাগিয়েছি
তুমি না বলেছিলে –
সেই পলাশ গাছ ছিঁড়ে ঘর বানাব; পালঙ ও
কিন্তু তা এখন বড় হয়েছে কি?
চোখ দুটি তো হারিয়েই ফেলেছি কবে?
আদৌ পুকুরপাড়ে পলাশ গাছটা আছে কিনা জানি না আমার প্রাণ তুমি।
একমাত্র অবলম্বন পলাশ গাছটি –
তোমার জন্য তো তার বেড়ে ওঠা
দালানের চৌকাঠ হয়ে বাঁচবে বলে।
–~০০০XX০০০~–