দানা দান দাতাদের স্যালুট!
✍ মণিকা বড়ুয়া
আমার শরীর থেকে যে রোমশ বাষ্পকুণ্ড ঝরে পড়ছে তা
তোমাদেরই শ্রমের শস্যযাপন।
আমার প্রতি রোমকূপে যে ধ্বনিত মন্ত্র তা তোমাদেরই
অক্লান্ত শ্রমফসল।
আমাদের শস্যশ্রমিক,
দানা দানকারী দাতা সোনালী দানা ফলানো নাবিক
মা,
পুরুষের পর পুরুষ
বংশধর
রাতদিন দিনরাত রক্ত জল
করা
শস্য দিয়ে ভরিয়ে তুলেছে
যে গোলা—- তা আজ অন্যভূমে জারিত হবার
মন্ত্র পাঠ করে।
তা অন্য দিশায় জমে ওঠার
আবৃত্তি করে।
রাতের হিম, দিনের তীক্ষ্ম রোদ আজ তোমাদের মাথায়—–
রাত কুয়াশার চাদর তোমাদের হাড় হিম ধমনীতে—-
তবু আজ তোমরা শপথের
নদীতে।
নিজের মা’কে দেবে না অন্য
শকটের প্রাসাদে।
দানা দান দাতাদের স্যালুট! দানা দান দাতা মা’দের প্রণাম।
শ্রমের ফসল আবারো, একদিন বিজয়ের পতাকা বইবেই।
–-~০০০XX০০০~–