একটা গান লিখো আমার জন্য
জবা ভট্টাচার্য
তোমার পান্নারঙা হৃদয়টা থেকে হাতরে হাতরে শ্যাওলার মতো দুঃখগুলো তুলে নিয়ে এসে আঁচলে বাঁধলাম।
আঁচলটা লুকিয়ে ফেলতেই—– অন্ধকার ছারখার করে তুমি বাজালে আকাশ, আশারোদ হেসে ওঠে মজা নদীখাতে ,বুকভরা শূণ্য ভেঙে— বেজে ওঠে মল্লারের তান।
স্পর্শেও ছিলো তবে এতো অধিকার!!!
ডুবে যাই কুমারী স্বপ্নের মতো নীল কুয়াশায়
বুক থেকে উরুসন্ধি শতবর্ষের জোছনা বয়ে যায়।
–~০০০XX০০০~–