“সুখশয্যায় অশোকবনে সীতা”
— অমিতাভ মল্লিক অমি
(লালবাগ, ঢাকা)
মায়ামৃগ ধরিবার ছিলনাতো মন,
তুমি ঠেলে পাঠাবেই এই ছিল পন।
সমুখে যে মৃগ মায়া সেগো ছিল কার?
এতদিনে বুঝিছিনু- সে ছিল তোমার।
জগত জীবনে জানা আদ্যোপান্ত যার,
সে কি পশ্চাতে ধায় অলীক মায়ার?
ভালবাসার অন্ধতা এনেছিল মোহ,
ভালবাসার এ ছল নিশ্চিত সন্দেহ।
পবন মাধ্যমে আসে বেহাগী খবর,
প্রমোদ কানন কুঞ্জে রাত কর ভোর।
প্রবোধে পবন পুত্র নমিত ভনিতা,
অশোক বনেই বেশ সুখে আছ সীতা।
–~০০০XX০০০~–