// ছন্নছাড়া মন //
✍️ অনিমেষ
দিনের বেলার সেই আদুরে পাখিটাই
আজ হয়েছে নদী /
রাতের বেলায় আবার
সেই আদুরে নদীকেই ডাকবো
স্বাতী নক্ষত্রের নামে,
কথা বুনবো আলুক শালুক
রাতের কানে /
আজ লিখিনি স্বপ্ন পাতায়,
মুঠোফোনের কথার মালা
ফিরিয়ে দিয়েছি,
বলেছি আজ কলমের
মন ভালো নেই,
লিখবে না সে,
চাতক হয়ে চাইবে শুধু
স্বাতীর পানে /
কালকে আবার নতুন কোন
নাম বেরোবে ভালবাসার,
নতুন নতুন গল্পকথা,
নতুন কিছু স্বপ্ন উড়ান
ভাসবে আবার আসমানে,
ঐ মেঘের কোলে /
মেঘ পরী রে
তোর জন্য বড্ড পাগল,
কেউ জানে না কিসেরই দোল
বুকের পরে /
রোজ কতকটা বদলে যাওয়া ভেতরটুকু
টের পেয়ে যাই পলে পলে
বদলে যে যাই খামখেয়ালে,
এই যে আমি
বড্ড যেন অন্যরকম,
ভিন্ন থেকে ভিন্ন মানুষ //
–~০০০XX০০০~–