“বাঁচাতে পাঁচের প্রাণ! এমন অঙ্গদান!”
✍ প্রেমাঙ্কুর মালাকার
দিল্লি নিবাসী আশিস কুমার
ববিতার সন্তান;
খেলতে খেলতে দুর্ঘটনায়
আচমকা নেভে প্রাণ।
আট জানুয়ারি ব্যালকনি থেকে
পড়েই চেতনা লোপ;
চিকিৎসকরা লেখে ব্রেনডেথ
বাঁচার নেইতো হোপ।
অনেকের মাঝে মেয়েকে বাঁচাতে
চাইলেন পিতামাতা ;
ধনিষ্ঠা হলো কনিষ্ঠতম
দেশের অঙ্গদাতা।
দুটি কর্নিয়া লিভার কিডনি
হৃদয় প্রতিস্থাপন –
মৃত্যুর মুখে পাঁচটি রোগীর
জীবনে উত্তরণ!
এক রত্তির অঙ্গদানেই
বাঁচলো পাঁচের প্রাণ;
পাঁচের শরীরে বাঁচবে ওদের
আদরের সন্তান!
মেয়ে হারানোর শোককে সামলে
বাঁচাতে অপর প্রাণ-
চিকিৎসকরা বলে,”বেনজির
এমন অঙ্গদান!”
–~০০০XX০০০~–