“অতৃপ্ত আত্মা”
✍ সোমনাথ প্রামানিক
মরু ভূমিতে এক ফোঁটা জল
করিবে কে দান,
কোন সে মহৎ প্রাণ !
জানা নাই ,না জানা নাই ।
ক্ষুদার্ত আমি তৃষ্নার্ত আমি
পাই নাই আপন সাথ,
বারায়ে দেয় নাই কোনো
স্পর্শের ই হাত ।
অন্তর গহনে জ্বলন্ত আগুন
নিভ না কভু যতই আসুক না
কোনো বসন্তের ফাগুন ।
মুক্ত বিহঙ্গ এ জীবন
ধরিয়া রাখে নাই কেহ পিছটানে ,
অতৃপ্তির এই মনখানি
দেহ লয়ে চলে বুঝি সেই মৃত্যু ধামে।
–~০০০XX০০০~–