“প্রত্যাবর্তন”
✍ মৃনাল কান্তি বাগচী
যদি আসিতে চাও
আবার আসিতে পারো ফিরে,
এখণও আমার সব স্বপন
রয়েছে তোমাকে ঘিরে।
ভালোবেসে তোমায়
দিয়েছি হৃদয়,
একদা যা দিয়েছি তোমায়
তাতো ফিরিয়ে নেওয়ার নাহি উপায়।
মোর শূন্য হৃদয় আজও
তোমার তরে রয়েছে খালি,
তুুমিতো স্বেচ্ছায় চলে গিয়েছো
কি করে আবার আসিতে বলি?
যদি তুমি আসিতে চাও
নিজের ইচ্ছায়
এতোদিনে বুঝিবো
আমার ভালোবাসা মিথ্যে নয়।
ভালোবাসার বাঁধনে
বাঁধলে কাউকে,
সে যদি যায় চলে
নীরবে সইতে হয় মনোবেদনাকে।
মনের বেদনা
মনকে করে দহন,
সে দহন কেহ দেখিতে পায়না
অলক্ষ্যে থাকে সে তীব্র হুতাশন।
তোমার প্রত্যাবর্তনে
যদি নিভে সেই হুতাশন,
মোর জীবনে ফিরে আসিবে
সেই পুরাতন ভালোবাসার মন।।।
——– ++++++++ ——-