“শকুনী মন্থরার দৌড়াত্ম্য”
✍ অমিতাভ মল্লিক (অমি)
এই সমাজের প্রতি কানাগলির আতুর-অন্ধ চিনি,
রন্ধ্রে এখানে খেলে যায় রোজ হিংসে বিষ স্বর্পিনী,
স্বর্পিল পথ সরু হয়ে ঢোকে গলি ছেড়ে অন্ধরে,
কামিনী ফোঁটার আগেই যেখানে কলিদল রোজ ঝড়ে।
অন্ধ গোক্ষুর গন্ধ শুকে ঢুকে পড়ে খুঁজে তল,
শকুনি শিঁকড়ে কুরুক্ষেত্রে জোড় তাই কোলাহল,
কলির শকুনি এক দুই নাকি পুরো এ সমাজ জোড়া,
দ্বাপর ছেড়ে শকুনীরা নামে ত্রেতা হতে মন্থরা।
নাক কেটে যারা যাত্রা ভঙ্গে ঢেকুর তোলায় তৃপ্ত,
বিক্রমী তেজে পুরো মিছিলে তাদের যাত্রা দৃপ্ত।
–~০০০XX০০০~–
ধন্যবাদ, প্রিয় সবুজ স্বপ্ন
আপনাকেও অসংখ্য ধন্যবাদ 💐💐💐