“দিল্লিতে করোনার আঁখি ! যমুনায় পরিযায়ী পাখি !”
✍ প্রেমাঙ্কুর মালাকার
করোনার ঢেউ দিল্লি এখন
প্রায় সুনামির মুখে-
যমুনার বুকে পরিযায়ী পাখি
ওরা দেখে কোন সুখে?
করোনার ভয়ে সংক্রমণেও
ওদের কাঁপেনা প্রাণ?
যমুনার পাড়ে ভিড় করে সব
কেমন বোহেমিয়ান!
হাজার হাজার পরিযায়ী পাখি
এলো যমুনায় উড়ে;
মহা কলরবে তোলে নহবৎ
বিচিত্র সুরে সুরে!
ডানার ঝাপটে হাজার হাজার
বাজে যেন করতাল;
ওরা অশান্ত ওরা চঞ্চল
ডানা মেলে উত্তাল!
করোনা আবহে দর্শনার্থী
মোটেও নয়তো কম!
ওরা ভীত নয় করোনার ভয়ে
বুক ভরা আছে দম!
এই বেপরোয়া মনোভাব থেকে
রোগটা যাচ্ছে বেড়ে;
নিজেরা মরবি বহু মানুষকে
তোরাকি যাবিরে মেরে?
–~০০০XX০০০~–