“ভালোবাসা অতল”
✍ মৃনাল কান্তি বাগচী
যাকে দিয়েছিলে তুমি
হৃদয়ের সব ভালোবাসা,
সে হয়ে গিয়েছে এখণ
তোমার কাছে দুরাশা।
ভালোবাসার মায়ার বাঁধনে
বাঁধতে পারোনি তাকে,
তাই সে ছেড়ে
চলে গিয়েছে তোমাকে।
মায়া মরীচিকার এই সংসারে
কেউ চিরকাল থাকেনা,
তাইতো কাউকে ভালোবাসলেও অনেক সময়
আপন করিয়া পাওয়া যায়না।
অথচ তারি লাগি
হৃদয় কাঁদে বার বার,
সে কখনো বোঝেনা
এ খেলা বিশ্বপিতার।
এ জগত বিস্ময়ে ভরা
জীবন কখনো সুখের বৃষ্টিতে আবার কখনো দুঃখে গড়া,
কেউ ভালোবেসে সুখী
আর কেউ বিরহে দিশেহারা।
বিরহের মাঝে ভালোবাসার
মানুষকে অনেকেই খুঁজে বেড়ায়,
তাকে না পেয়ে
সারাজীবন তাকেই ভালোবেসে যায়।
জীবনে ভালোবাসার এই রহস্য
কেহ নাহি জানে,
তাইতো ভালোবাসা কখনো
থাকেনা সীমাবদ্ধতার বাঁধনে।
ভালোবাসার গভীরতার
নেই কোন তল,
বৃথা তাই অনুসন্ধান করা
কেননা ভালোবাসা বড়ই অতল।।।
——— +++++++ ——-