“এবং কবিতারা”
✍ কাকলি ঘোষ
কবিতাগুলো বড্ড ভাবায়
কবিতা গুলো বড্ড পাজী
গলা ছেড়ে যতই ডাকো
আসতে তবু হয় না রাজী।
কবিতা গুলো খুব আদুরে
বিলাসী আর আপন ভোলা
হাতছানি দেয় আড়াল থেকে
কঠিন কিন্তু ছন্দে মেলা।
কবিতাগুলো ডাক দিয়ে যায়
অলস নিঝুম দুপুর বেলায়
ছোট্ট বেলার পদ্য শেখা
কিম্বা এক্কা দোক্কা খেলায়।
কবিতাগুলো হঠাৎ আসে
মন কেমনের ঝুলি হাতে
রূপকথাকে সঙ্গী করে
হাড় কাঁপানো শীতের রাতে।
কবিতাগুলো ভুলিয়ে রাখে
রাত্রি জাগা রক্ত চোখে
চাঁদের মায়ায় ফুলের শোভায়
অপমান আর যন্ত্রনা কে।
–~০০০XX০০০~–