“গভীর অসুখ”
✍ কাকলি ভট্টাচার্য্য মৈত্র
গভীর অসুখ, ক্ষয় রোগে আক্রান্ত মন, বহুদূরের শৈলশহরে… একাকী নির্বাসন
….মাঝে মাঝে মেঘেরা আসে, দলবেঁধে।
ছুঁয়ে দেয়, ভেজায়, খুব ভালোবেসে…
ওদের হাতেই তো চিঠি পাঠাই, মনখামে।
ব্যস্ত তুমি পাওনা সময়, মন জানে।
অপেক্ষায় থাকে, তবুও অবুঝ মন।
বহুদূরের শৈলশহরে একাকী নির্বাসন।
গভীর অসুখ….
–~০০০XX০০০~–