“নতুন পৃথিবী”
✍ বন্দনা পাত্র
হিমালয় যদি ডুবে মরে টেথিস সাগরে
নতুন পৃথিবী তৈরি হবে হয়তো __
ভালোবাসা নিয়ে ছেলেখেলা থাকবে না তো?
কোথাও হৃদয় থাকবে_তার ভিতরে ভালোবাসা
নির্লোভ পৃথিবীর জন্ম হবে_ ,
রাতের আকাশে বিছিয়ে থাকা জ্যোৎস্না _
আকাশের নীচে পৃথিবী, মাটির নীচে আগুন
যেমন আছে তেমন থাকবে—?
না কি জ্যোৎস্নাও বন্দী হবে আগামীর মুঠোয়
আগুন ফুঁড়ে উঠবে মাটির নীচ থেকে_
শিকল পড়ানো ভালোবাসা শীত ঘুমে মগ্ন থাকবে?
রোদের ভিতর শীত আছে_
শীতের মধ্যে আগুন—।
পোশাকহীন পথশিশু আগুন পোহায় ,
কোনো একদিন মহাপ্লাবনে ধ্বসে পড়বে নির্দয়_
প্রণয় মুগ্ধ শরীর ডুব দেবে ঐ প্লাবনে।
সেদিন আবার নতুন করে জন্ম নেবে
টেথিস থেকে হিমালয়।।
–~০০০XX০০০~–