“জীবন নদের নাম বিনয়”
✍ ডঃ রতনশ্রী ভিক্ষু
তোমাকে বিগত কুড়িটি বছর
দেখে চলেছি তোমার চলন-বলন
তোমাতে বিনয় নেই
তবুও নাম তোমার বিনয়
অদ্ভূত এক চরিত্র
মানুষকে ধোকা দিয়ে
আর ক’দিন চলবে?
মুচকি হাসির ভেতর লুকিয়ে তোমার পরিকল্পনা
মানুষ কিন্তু তা বোঝে
অথচ মুখফুটে কিছু না বললেও
তোমার অভিসন্ধি প্রকাশ্যে দীপ্তমান
বাসি খাবারের স্বাদ বেশীক্ষণ থাকে না
ভবিষ্যতের কথা ভেবে একটু নড়েচড়ে বসা ভাল
পরিষ্কার করে ফেল, জীবনের জঞ্জালগুলি
তাহলেই তোমার বোধোদয়
নইলে এ জীবন ব্যর্থ
চালাকিতে সম্মান লাভ তো ক্ষণিক
সম্মুখে সুন্দর, পেছনে কুৎসিত খোলস
এই অপুর্ণতা ব্যক্তিকে আজীবন কুড়ে কুড়ে খায়
তবুও শঠ কখনও স্বীয় শঠতা ত্যাগ করে না
কারণ বাঁকবো তবে ভাঙবো না।
–~০০০XX০০০~–